|

ময়মনসিংহে হার্ডছিদ্র শিশুকে বাঁচাতে মায়ের আকুতি

প্রকাশিতঃ ১২:১১ পূর্বাহ্ন | অক্টোবর ০৭, ২০১৮

ময়মনসিংহে হার্ডছিদ্র শিশুকে বাঁচাতে মায়ের আকুতি

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

শিশুটির নাম শরিফুল ইসলাম ওরফে মোস্তফা। বয়স সবে মাত্র ৬ বছর। দুই ভাই এক বোনের মধ্যে মোস্তফা সবার ছোট। তাই মা বাবা আদর করে মোস্তফা নামেই তাকে ডাকে। সে ময়মনসিংহ শহরতলীর চরঈশ্বরদীয়া ইউনিয়নের চরকালিবাড়ী উজিরবাড়ী মসজিদ এলাকার বাসিন্দা চাঁন মিয়া ও সুরমা আক্তার দম্পতির তৃতীয় শিশুপুত্র সন্তান।

বাবা পেশায় একজন মটরগাড়ীর শ্রমিক। শিশুটি এই বয়সে স্কুলে থাকার কথা! তবে ভাগ্যের কি নির্মম পরিহাস। শিশুটির বয়স যখন দেড় বছর, তখন থেকেই শারীরিক অসুস্থ্যতা দেখা দেয় তার। পরে একাধিক বার মমেক হাসপতালের শিশু বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নেন। কিন্তু কোন রোগ নির্ণয় করতে সক্ষম হয়নি হাসপাতালের চিকিৎসকরা।

এরপর একপর্যায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেশ কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা করানোর পর রোগ নির্ণয় করা হয়। অনেক গবেষনার পর চিকিৎসকরা পরিবারের স্বজনদের কাছে হার্ডছিদ্র ও শরীরের রক্তনালী (রগ) গুলো চিকন হয়ে গেছে বলে জানান। তবে ওই সময় রক্তনালীর অপারেশন করা হলেও টাকার জন্য ছিদ্র হওয়া হার্ডের কোন অপারেশন করতে পারেনি এই হতদরিদ্র অসহায় পরিবারটি। পরে অতিরিক্ত খরচ বহন করতে না পেরে শিশুটিকে তার নিজ বাড়ীতে নিয়ে আসা হয়।

অন্যদিকে মোস্তফাকে বাড়িতে আনার পর ক্রমসই তার শারীরিক অবনতি ঘটতে থাকে। বর্তমানে শিশুটি গত ৩ মাস যাবত ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক ) হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

শনিবার (৬ অক্টোবর) রাতে মমেক হাসপাতালের নতুন ভবনের ৩১ নং ওয়ার্ডের ৬০৮ নং রুমের ইউনিট ২ এর চিকিৎসাধীন অবস্থায় দেখা মিলে শিশু মোস্তফার। সে ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আইয়ুব আলীর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অন্য শিশু চিকিৎসক ডাঃ মানিক মজুমদার।

তিনি জানান, শিশুটি অনেক দিন যাবত ধরে এই হাসপাতালের শিশু বিভাগের ইউনিট ২ এ চিকিৎসাধীন রয়েছে। তার হার্ডছিদ্র হওয়ায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। হার্ডের সমস্যা থেকে এখন সমস্ত শরীরসহ ব্রেনে ইনফেকশন হয়ে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাহিরে নিতে হবে। না হয় শিশুটিকে বাঁচানো যাবেনা। এখন শিশুটির অবস্থা খুবই খারাপ। দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন এই চিকিৎসক।

এদিকে চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন, হার্ডের উন্নত চিকিৎসা করতে না পরলে শিশুটিকে বাঁচানো সম্ভব নয়। তাই জরুরী ভাবে দেশের বাহিরে নিয়ে অপারেশন করতে হবে। এতে প্রায় ৭ থেকে ৮ লক্ষ্য টাকা খরচ ব্যয় হবে। এতো টাকা এই হতদরিদ্র পরিবারটির পক্ষে যোগার করা সম্ভব না। তাই হার্ড ছিদ্র ৬ বছরের শিশুপুত্র মোস্তফাকে বাঁচাতে দেশের বিত্তবানদের কাছে অর্থ সাহায্যের জন্য এক অসহায় হতদরিদ্র মা বিশেষ আকুতি জানিয়েছেন। তবে বিত্তবানরা কি এগিয়ে আসবে? আপনার সাহায্যের কিছু অর্থ এই শিশুটির জীবন বাঁচাতে পারে। তাই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে সবাই এগিয়ে আসুন।

সাহায্য পাঠানোর ঠিকানা, শিশু মোস্তফার মাতা, মোছাঃ সুরমা আক্তার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ছোট বাজার শাখা ময়মনসিংহ, একাউন্ট নং-৩৬৮৭৯, বিকাশ নং-০১৯৭১-০০৭৪৩৮। যোগাযোগ ০১৭২৩-৪০৮১২৫ অথবা মোস্তফার মায়ের ফোন নাম্বার ০১৯৯৭-৬৪১৯২০ / ০১৯৭১-০০৭৪৩৮।

দেখা হয়েছে: 514
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪