|

ময়মনসিংহ জেলা আ.লীগের ২ বছর পর পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশিতঃ ৯:০৭ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৯, ২০১৮

ময়মনসিংহ জেলা আ.লীগের ২ বছর পর পূর্ণাঙ্গ কমিটি

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

প্রধানমন্ত্রীর মিডিয়া সেলের প্রধান প্রয়াত মাহবুবুল হক শাকিলের পিতা অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে সাধারণ সম্পাদক করে প্রায় দুই বছর পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে অনুমোদিত এই কমিটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। গত সোমবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।

ময়মনসিংহ আওয়ামী লীগের দীর্ঘ প্রত্যাশার অনুমোদনকৃত এই কমিটিতে ড. আনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ ২১ জনকে উপদেষ্টা রাখা হয়েছে। এক নম্বর সদস্য করা হয়েছে জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানকে।

এ ছাড়া দলীয় সাত সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, অধ্যাপক ডা. এম আমান উল্লাহ, শরীফ আহমেদ, গফরগাঁওয়ের জনপ্রিয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, আনোয়ারুল আবেদিন খান তুহিন, জুয়েল আরেং, ফাতেমা তুজ জোহরা রানীকে সদস্য রাখা হয়েছে।

এ কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া। সহসভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মুন্তা, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট বদর আহমেদ, এফবিসিসিআইয়ের টানা তিনবারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু, ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

আলোচিত এই কমিটিতে গৌরীপুর উপজেলা থেকেই একাধিক মুখ স্থান পেয়েছে। নাজিম উদ্দিন আহমেদ এমপি ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ড. সামিউল আলম লিটন, শরীফ হাসান অনু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল একেএম আবদুর রফিক, সদস্য হিসেবে রয়েছেন নাজনীন আলম।

২০১৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সভাপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে আবারো নতুন কমিটিতে স্ব-স্ব পদে বহাল রাখা হয়েছে।

দেখা হয়েছে: 1277
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪