|

ময়মনসিংহ জেলা যুব ইউনিয়ন এর চক্ষু ক্যাম্পে রোগীর ঢল

প্রকাশিতঃ ১১:৩১ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ২৬, ২০১৮

আরিফ আহমেদ, ময়মনসিংহ:

সাহসী যৌবনে সুন্দর আগামী- বাংলাদেশ যুব ইউনিয়ন এর শ্লোাগানের মতোই নানান বয়সী শত শত মানুষকে আরো দীর্ঘ সময় সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিলো বাংলাদেশ যুব ইউনিয়ন, ময়মনসিংহ জেলা কমিটি। তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবার মাধ্যমে অনুষ্ঠিত হলো যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির চক্ষু ক্যাম্প। চক্ষু ক্যাম্পে আন্তরিকতার সাথে রোগীদের সেবা প্রদান করেন ডা: বোরহান উদ্দিন এবং রূপন কান্তি দত্ত।

চিকিৎসার ক্ষেত্রে অরাজকতার বিরুদ্ধে বাংলাদেশ যুব ইউনিয়ন দীর্ঘদিন যাবত সংগ্রাম করে আসছে। মানুষ যেন যথাযথ চিকিৎসা পায়, মুনাফাখোরদের দৌরাত্ম বন্ধ হয় সেই লক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। একই সাথে চলছে মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কাজ।

তারই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হলো চক্ষু ক্যাম্প। যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি এড: সাবিব তালুকদার রবিন এ ক্যাম্পের উদ্বোধন করেন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সাধারন সম্পাদক জহিরুল আমিন রুবেল, সাংগঠনিক সম্পাদক শ্যাম কিশোর দত্ত শ্যামল, সদস্য বদরুল ইসলাম।

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন যুব ইউনিয়ন কিসমত শাখার সাংগঠনিক সম্পাদক চঞ্চল, সদস্য আসাদ, সদস্য তায়েব, সিপিবি নেতা মোখলেছুর রহমান।

মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায় যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 728
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪