|

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে কে পাচ্ছেন নৌকা, ধানের শীষ প্রতীক

প্রকাশিতঃ ৪:৫২ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০১৮

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এমন সংবাদে নির্বাচনী মাঠে ফিরে এসেছে প্রাণ। আনন্দ ও উৎসাহ উদ্দিপনা লক্ষ করা গেছে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে।

ভোটররা মনে করছেন, সকল আনন্দ ও উৎসাহের সাথে নতুন চমক আসতে পারে দলীয় প্রার্থীতার মধ্যেও। নির্বাচনে অংশগ্রহণকারী সব দলই জনপ্রিয় ও মাঠ লেভেলের প্রার্থীদের দিতে পারে দলীয় মনোনয়ন।

তবে জোট-মহাজোটের সঠিক সমীকরণ কি হবে ত্রিশালে, এমন প্রশ্নও রয়েছে সচেতন নাগরিক রাজনৈতিক মহলে। উপজেলার প্রত্যান্ত অঞ্চলে নির্বাচনী আলোচনা একটাই কে পাচ্ছেন নৌকা বা ধানের শীষ? নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়নয়পত্র জমা শেষে মনোনয়ন প্রত্যাশীদের ফাইলগুলো রয়েছে দলীয় সভাপতি শেখ হাসিনার টেবিলে।

বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মনোনয়ন ফরম বিতরনও শেষ হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ১৭ জন। অপরদিকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬জন, আর জাতীয় পার্টি (এ) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৭জন।

এ আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র যারা সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন, সাবেক সংসদ সদস্য ও আ’লীগের জাতীয় কমিটির সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট রেজা আলী, জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল মতিন সরকার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. জালাল উদ্দীন খান, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.এন.এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক এড. জিয়াউল হক সবুজ, মৎস্যজিবীলীগের কেন্দ্রীয় নেতা ছাইফুল ইসলাম মানিক, সাবেক ছাত্রলীগনেতা নূরুল আমিন মিলন পাঠান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন পারভেজ লিটন, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, মিডিয়া ব্যক্তিত্ব শরীফ তালুকদার ও হাবিবুর রহমান খাঁন।

অপরদিকে বিএনপির ৬প্রার্থী এ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তারা হলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলার সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন সরকার, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, ছাত্রদলের কেন্দ্রীয়নেতা ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ শাহাবুল আলম ও ওলামাদলের কেন্দ্রীয় সদস্য হাঃ মাও. মাহমুদুল হাসান শামীম।

জাতীয় পার্টি (এ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৭জন। তারা হলেন, জেলা জাপার সহ-সভাপতি ডা. খন্দকার রফিকুল ইসলাম, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল, জেলা জাপার সহ-সভাপতি এড. আব্দুল বারী, কেন্দ্রীয় উলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালী, উপজেলা জাপার সাধারন সম্পাদক গোলাম সারোয়ার তপন, ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি মোঃ জাহাঙ্গীর আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ জাপার সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ ইস্রফিল আহমেদ, জেলা জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম ঢালী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, জেলা যুব সংহতির সহ-সভাপতি আমিনুল হক সোহেল, উপজেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আবুল বাশার, পৌর জাপার সাবেক সভাপতি ডা. শফিুকুল ইসলাম, উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস আলী, জেলা জাপার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহীদ আমিনী রূমি, জাপানেতা ড. রেজাউল হক, এম.এম আনোয়ার হোসেন, সাইদ হাসান। এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ’র দলীয় মনোনয়নপত্র নিয়েছেন মাওলানা আজিজুল হক।

বড় দুটি দলে প্রার্থী সমীকরনে দলীয় নেতাকর্মীরা দ্বিধাদ্বদ্বে রয়েছেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির বিকল্প কোন প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে থাকলেও আওয়ামীলীগ তথা মহাজোটের শরীক জাপাকে নিয়ে মাথা ব্যাথায় রয়েছে স্থানীয় আওয়ামীলীগ। ত্রিশাল আসনটি গত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন জাপার প্রেসিডিয়াম সদস্য এম.এ হান্নান।

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে তিনি জেলে থাকলেও আসনটি জাপার ভাগেই থাকবে এমনটাই জানিয়েছেন উপজেলা জাপার সাধারন সম্পাদক গোলাম সারোয়ার তপন। তবে সব কিছুর শেষ হিসাব হচ্ছে কে পাচ্ছেন নৌকা প্রতীক? নাকি আবারো ত্রিশালের আসনটি যাচ্ছে মহাজোটের শরীক জাপার ঘরে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন ভোটার ও স্থানীয় রাজনীতিবিদদের মাঝে। তবে স্থানীয় আওয়ামীলীগের ভাষ্যানুযায়ী আওয়ামীলীগ বা মহাজোট থেকে স্থানীয় কাউকে মনোনয়ন দেয়ার দাবী করেছেন তৃনমূল নেতারা। আবার জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি থেকে মাঠ জরিপের মাধ্যমে দলীয় জনপ্রিয় ব্যাক্তিকে মনোনয়ন দেয়ার দাবী করেছেন তারা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাদশ নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দলে আওয়ামীলীগের মনোনয়ন, ত্রিশালের উন্নয়নে স্থবিরতা, বহিরাগতদের প্রতি অনাগ্রহের ফলে দলীয় যোগ্য ও জনপ্রিয় নেতৃত্বের প্রত্যাশা তৃনমুলের নেতাকর্মীদের।

তবে এসব সকল প্রশ্নের সঠিক সমাধান পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আর সাধারণ ভোটাররাও অপেক্ষায় আছেন শেষ পর্যন্ত কে হচ্ছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী নাকি আবারও মহাজোটের শরীক জাপা’র প্রার্থী হচ্ছেন কেহ? জটিল সমীকরণে কঠিন হিসাব করছেন কাকে ভোট দিলে ত্রিশাল উপজেলার উন্নয়ন হবে।

দেখা হয়েছে: 501
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪