|

যারা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশ ও জাতির শক্র- গণপুর্ত প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ ৫:০৪ অপরাহ্ন | জুন ২৩, ২০২১

যারা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশ ও জাতির শক্র- গণপুর্ত প্রতিমন্ত্রী

এম এ আজিজ, ময়মনসিংহঃ গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এমনিতেই আসেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ, স্বাধীনরাষ্ট্র ও নিজস্ব পতাকা পেয়েছি।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার নগরীর টাউন হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে তিনি এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, যারা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশ ও জাতির শত্রু পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এর আগে টাউনহল প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দীন মমতা, এম এ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবীলীগ, তাঁতী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শীববাড়ি দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

দেখা হয়েছে: 223
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪