|

প্রধানমন্ত্রী যুদ্ধের ডাক দিলে এগিয়ে যাবে ছাত্রলীগের সৈনিকরা

প্রকাশিতঃ ৭:২১ অপরাহ্ন | ডিসেম্বর ১৭, ২০১৯

প্রধানমন্ত্রী যুদ্ধের ডাক দিলে এগিয়ে যাবে ছাত্রলীগের সৈনিকরা

জাককানইবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আবার যদি আমাদের দেশে কোন যুদ্ধের প্রয়োজন হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি কোন যুদ্ধের ডাক দেন তাহলে প্রথমে যাবে ছাত্র লীগের সৈনিকরা। ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান হওয়ায় স্বাধীনতা বিরোধীদের গায়ে এখন জ্বালা হচ্ছে ।

উপাচার্য আরো বলেন, ‘আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহান বীর মুক্তিযোদ্ধা একেবারেই সরলভাবে কথা বলে গেছেন। আমিও ঠিক একইরকম সরলভাবে কথা বলি। তবে এই সরলতাকে বোকা ভাবা যাবে না, আমরা বোকা না। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহীদ সদস্য, শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সভাপতি তাঁর বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান, বীর প্রতীক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন ,ব্যবসায় প্রশাস অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

এছাড়া আলোচক হিসেবে আলোচনা করেন শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মো. মোকারেরম হোসেন মাসুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব।

স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. মো. সুজন আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মার্জিয়া আক্তার ও থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাজহারুল হোসেন তোকদার।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সংগীত বিভাগ। সবশেষে যাত্রাপালা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পরিবেশিত হয়। পালাকার ড. আমিনুর রহমান সুলতান, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক জনাব আল্ জাবির নির্দেশিত যাত্রাপালাটির পরিবেশনায় ছিল থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। এছাড়া দিনব্যাপী শিক্ষক-কর্মকর্তাদের মাঝে বিভিন্ন খেলা-ধুলা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে এক বিজয় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ‘চির উন্নত মম শির’-এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান,ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন অনুষদের ডীন, হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।

দেখা হয়েছে: 399
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪