|

যে কারণে ঈশ্বরগঞ্জ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ

প্রকাশিতঃ ১১:৩৩ অপরাহ্ন | ডিসেম্বর ০২, ২০১৮

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ বলে ঘোষনা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং অফিসার।

রবিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টার থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন চূড়ান্ত যাচাই বাছাই শুরু করেন। পরে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রক্রিয়া শেষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, হলফনামায় তথ্য গড় মিল থাকাসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।

তিনি আরো জানান, (ঈশ্বরগঞ্জ) থেকে মাহমুদ হাসান সুমন উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে গত বুধবার মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

ঋণখেলাপির অভিযোগে আবুল বাসার (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র অসম্পুর্ন থাকার কারণে মোহাম্মদ হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দলীয় মনোনয়ন না থাকায় রুহুল আমিন মাস্টার (বিএনপি-বিদ্রোহী) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দেখা হয়েছে: 478
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪