|

রংপুরে ভূয়া জন্মসনদসহ তিন রোহিঙ্গা নারী আটক

প্রকাশিতঃ ৮:৫৯ অপরাহ্ন | জুলাই ০৭, ২০১৯

রংপুরে ভূয়া জন্মসনদসহ তিন রোহিঙ্গা নারী আটক

রংপুর প্রতিনিধিঃ রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট করতে আসা তিন রোহিঙ্গা নারীকে রোববার আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন তাসমিনারা বেগম, সুমাইয়া আক্তার ও শারমিন আক্তার। ঘটনার বেগতিক দেখে দালালরা সেখান থেকে সটকে পড়েন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রংপুর পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক নুরুল হুদা বলেন, ওই তিন নারী বিকেলে পাসপোর্ট করতে এলে তাদের এনআইডি কার্ড ও কথা বার্তার অসংলগ্নতা দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা ভূয়া জন্মসনদসহ সব কাগজপত্রে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপির ঠিকানা ব্যবহার করেছে। তবে ওই তিন নারী কার মাধ্যমে রংপুরে এসেছে সে ব্যাপারে কিছুই জানাননি।

তাসমিনারা বেগম বলেন, রংপুরের এক দালাল টেকনাফ থেকে রোববার সকালে রংপুরে এনে তাদেরকে স্থানীয় এক হোটেলে রাখেন। ৫০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে পাসপোর্ট করে দেয়ার চুক্তি হয়। সে ২০ হাজার টাকা অগ্রিম নিয়েছে। সব কাগজপত্র সেই করে দিয়েছে।

দেখা হয়েছে: 724
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪