|

রসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলরের ৬ মাসের সাজা

প্রকাশিতঃ ১০:৫১ অপরাহ্ন | মার্চ ১১, ২০২০

রসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলরের ৬ মাসের সাজা

এস এম রাফাত হোসেন বাঁধন, রংপুরঃ চেক ডিজাঅনার মামলায় রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু’র ছয়মাসের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার রংপুরের যুগ্ম জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক এফএম হাউসানুল হক এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছে বাদি পক্ষের আইনজীবি আবুল কালাম আজাদ।

মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর আশরতপুর চকবাজারের ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিনের কাছ থেকে বিগত ২০১৬ সালে ২ লক্ষ ৬০ হাজার টাকার ধার দেন নগরীর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু।

পরে মমিনকে ২০১৬ সালের ৩০ জুন ২ লক্ষ ৬০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। ওই সালের ২৮ ডিসেম্বর তিনি ডাচ্ বাংলা ব্যাংক রংপুর শাখায় চেকটি জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ কাউন্সিলরের হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার করে।

পরে ধারকৃত টাকা ফেরত চেয়ে মমিনুল ইসলাম মমিন ২০১৭ সালের ফেব্রæয়ারি মাসের ৭ তারিখে কোতয়ালী থানা আমলী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ ৩ বছর মামল বিচারাধীন থাকার পর মঙ্গলবার দুুপুরে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ছয়মাসের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে বিচারের সময় আসামী ফজলে এলাহী ফুলু উপস্থিত ছিলেন না।

দেখা হয়েছে: 572
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪