|

রাজনীতি ও সমাজসেরায় দেশসেরা এওয়ার্ড পেলেন তানোরের ভাইস-চেয়ারম্যান বাক্কার

প্রকাশিতঃ ৬:৪০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০২২

রাজনীতি ও সমাজসেরায় দেশসেরা এওয়ার্ড পেলেন তানোরের ভাইসচেয়ারম্যান বাক্কার

তানোর প্রতিনিধি: নানা ধরনের সামাজিক কাজ ও সততার সহিদ রাজনীতির দায়িত্ব পালন করার অবদান হিসেবে দেশসেরা ভাইস চেয়ারম্যান হিসেবে সাউথ এশিয়া বিজনেস পার্টনার এ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহীর তানোর উপজেলা পরিষদের তরুন উদীয়মান ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।

গত রোববার এ-উপলক্ষ্যে রাজধানী ঢাকার সোনারগাঁ হোটেলে প্যান প্যাসিফিকে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সভায় মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এবিএম আব্দুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এ্যাওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ,খ,ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, অর্থ বিষয়ক উপ সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

এ্যাওয়ার্ড পাওয়ার পর এক প্রতিক্রিয়ার ভাইস চেয়ারম্যান জানান, জীবনে কখনো কল্পনা করিনি আমার মত ব্যক্তি দেশ সেরা ভাইস চেয়ারম্যানের এ্যাওয়ার্ড পাব।আমার জানা মতে রাজনীতি করা অবস্থায় কারো সাথে খারাপ আচরণ করিনি।প্রতিটি সময় চিন্তা করি কি ভাবে আপামর জনগণের সেবা করব।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ থেকেই নানা ধরনের সামাজিক কাজ করতাম।এজন্যই উপজেলা বাসী আমার মত নগন্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যে কোন কাজ করার পর রাতে শোয়ার আগে ভাবি আমার মাধ্যমে কোন ব্যক্তি কষ্ট পেয়েছে কিনা এবং রাতে যে কোন বিষয় নিয়ে আত্মসমালোচনা করি নিয়মিত।

২০১৯ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে যত সালিশ বিচার করেছি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। কারন জনপ্রতিনিধির জবাব দেওয়া কষ্টকর।এসব চিন্তা ভাবনা সব সময় করার চেষ্টা করি।

দেখা হয়েছে: 127
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪