|

রাজশাহীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিতঃ ৭:১৭ অপরাহ্ন | সেপ্টেম্বর ২১, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ঘোষপাড়ায় মায়া রানি ঘোষ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ও সিআইডির তদন্ত দল সুরতহার রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। মায়া রাণী ঘোষ সর্বশেষ মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেখান থেকে তিনি অবসরে যান। তবে তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন পাওয়া যায়নি। পুলিশের ধারণা শ্বাসরোধে তাকে হত্যা করে এসব নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে একই এলাকায় বসবাস করা পালিত মেয়ে পুতুল রাণী মায়ের খোঁজ নিতে এসে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিথর দেহ পড়ে আছে মা। পরে তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। এবং পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ, পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থকে যান। এবং তারা যৌথভাবে এ ঘটনার রহস্য উন্মোচনের জন্য তদন্ত শুরু করেছেন। মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) সাজিদ হোসেন জানান, মায়া ওই বাড়িতে একাই বসবাস করতেন। সকালে বৃদ্ধা গৃহকর্মী হেনা ঘোষ বাড়িতে এসে মায়াকে চা বানিয়ে দিয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে মায়ার পালিত মেয়ে পুতুল ঘোষ শ্বশুরবাড়ি থেকে মায়ার বাড়িতে আসেন। এ সময় ঘরের মেঝেতে মায়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। এব্যাপারে মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান,ওই বাড়িতে স্বর্ণালঙ্কারের পাশাপাশি শিক্ষক মায়ার মোবাইলটিও পাওয়া যায়নি। এজন্য ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর এসব লুট করে নিয়ে গেছে।এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেখা হয়েছে: 177
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪