|

রাজশাহীতে এসআইয়ের পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় স্ত্রীকে জেলহাজতে প্রেরণ

প্রকাশিতঃ ৫:০৭ অপরাহ্ন | ডিসেম্বর ১০, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্চ এসআই ইফতেখার আল-আমিনের লিঙ্গ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ সাড়ে টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এদিকে গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ানের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রুপসী দেওয়ানকে গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ান পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার কথা স্বীকার করেছেন এবং বাসার ময়লার ঝুড়ি থেকে সেটি বের করে দেন। তার দাবি, তার স্বামী একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। সে ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। ওসি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রুপসী দেওয়ান বোয়ালিয়া থানায় পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার রাত ১২টার পর ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার বাবা বাদি হয়ে তার ছেলের স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলা তাকে শুক্রবার সকাল ৯টার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এবিষয়ে যোগাযোগ করা হলে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার বিকেলে এসআই ইফতেখার আল-আমিন নগরীর সাগরপাড়া এলাকায় তার ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রাসেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। এসময় অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে পুলিশের এই কর্মকর্তা জানান।#

দেখা হয়েছে: 211
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪