|

রাজশাহীতে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

প্রকাশিতঃ ৮:৪৪ অপরাহ্ন | জুলাই ১৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে আরো ৬ জনের। গতকাল শনিবার (১৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাজশাহী বিভাগে নতুন ৩৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭১ জন বগুড়া, রাজশাহী ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে৪৫ জন, নওগাঁ ৩৯ জন, নাটোর ১৩ জন, জয়পুরহাট ২৭ জন, পাবনা ৪৩ জন এবং সিরাজগঞ্জে ৩৮ জন শনাক্ত হয়েছেন। এছাড়া রাজশাহী ও বগুড়ায় করোনাভাইরাসে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন এবং বগুড়ার তিনজন গত ২৪ ঘণ্টায় মারা যান। তবে এখন পর্যন্ত রাজশাহী বিভাগে মোট মৃত্যুর সংখ্যা হলো ১২৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। এছাড়া রাজশাহীতে ১৮, নওগাঁয় ১২, নাটোরে ১, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ৯ জন করে মারা গেছেন। ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য আরো জানান,এই বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৮১৫ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ৪ হাজার ৫১ জন, রাজশাহীতে ২ হাজার ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৮৬, নওগাঁয় ৭৭৯, নাটোরে ৩৪০, জয়পুরহাটে ৬২৫, সিরাজগঞ্জে ১ হাজার ২৪ জন এবং পাবনায় ৬৭১ জন শনাক্ত হয়েছেন। শুক্রবার করোনামুক্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে ৩৪ জনের বাড়ি বগুড়া। এছাড়া নওগাঁর ৭ জন, সিরাজগঞ্জের ৪ জন এবং পাবনার ৬ জন সুস্থ হয়েছেন। গোটা বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৪ জন। এর মধ্যে রাজশাহীর ৬০২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জন, নওগাঁর ৫৩৮ জন, নাটোরের ১১৫ জন, জয়পুরহাটের ১৮৫ জন, বগুড়ার ২ হাজার ৬৫ জন, সিরাজগঞ্জের ২০৭ জন এবং পাবনার ২৬৫ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২ জন কোভিড-১৯ রোগী।#

দেখা হয়েছে: 255
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪