|

রাজশাহীতে করোনা আতঙ্কে সুন্নতে খাৎনার অনুষ্ঠান পণ্ড করে দিল পুলিশ

প্রকাশিতঃ ৬:১৯ অপরাহ্ন | মার্চ ২০, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে করোনা আতঙ্কে সুন্নতে খাৎনার অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীতালাইমারী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ গিয়ে ওই অনুষ্ঠান পণ্ড করে দেয়। এসময় অনুষ্ঠান আয়োজককে অতিথিদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনা আতঙ্কে কারণে গণজমায়েত নিষিদ্ধ থাকার পরও সুন্নতে খাৎনার অনুষ্ঠানের জন্য ৩০০ থেকে ৪০০ লোকের দুপুরের খাবার আয়োজন করেন ভদ্রা এলাকার আতর আলী নামের এক ব্যক্তি। ওই অনুষ্ঠানের জন্য প্যান্ডেলও তৈরী করা হয়। ওপরে ছামিয়ানা দিয়ে ডেকোরেটরের মাধ্যমে প্যান্ডেল করেন আতর আলী। যেন লোকজনকে সেখানে বসিয়ে দুপুরের খাবার খাওয়াতে পারেন। পাশাপাশি সকাল থেকেই চলতে থাকে রান্নার কাজ। অতিথি আপ্যায়নের জন্য সেখানে কাটা হয় গরু। কিন্তু করোনা আতঙ্কে কারণে স্থানীয়দের মাঝে এ নিয়ে বিরুপ প্রভাব তৈরী হয়। এরপর বিষয়টি জানার পর তালাইমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। এবং সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এবিষয়ে জানতে চাইলে তালাইমারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, করোনা আতঙ্কের কারণে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সে জন্য অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। এবং সাদামাটাভাবে সুন্নতে খাৎনার কাজ সারতে বলা হয়েছে রান্না করা খাবার গুলো অতিথিদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য।

দেখা হয়েছে: 265
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪