|

রাজশাহীতে গরুর ট্রাক উল্টে গুরুসহ আহত ১

প্রকাশিতঃ ৯:১৬ অপরাহ্ন | জুলাই ২৪, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে কোরবানীর গরু হাটে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে কয়েকটি গুরুসহ আহত হয়েছে এক ব্যাক্তি। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। আর দুর্ঘটনার পর গুরুতর আহত দুটি গরুকে জবাই করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসি জানান, শুক্রবার বিকালে ট্রাক করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ৬-৭ জন ব্যবসায়ী গরু নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম। এসময় আলীমগঞ্জ সেন্টারপাড়ার বাঁকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। চালক ট্রাক নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ট্রাকটি যে দিক থেকে আসছিল সে দিকে ঘুরেই রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকটিতে ২০টি গরু ছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত দুটি গরুকে জবাই করা হয়। আর একটি পা ভাঙা গরু স্থানীয় একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেয়া হয়। এবং দুর্ঘটনায় একজন ব্যবসায়ী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।#

দেখা হয়েছে: 366
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪