|

রাজশাহীতে গড়ে উঠা হারবাল ব্যবসায় প্রতারনার শিকার জনতা

প্রকাশিতঃ ৮:১১ অপরাহ্ন | জানুয়ারী ২৭, ২০২২

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান। ফলে স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে প্রচারিত হারবাল চিকিৎসা প্রতিষ্ঠানের অশ্লীল বিজ্ঞাপনে বিব্রত হচ্ছে এলাকাবাসী। পরিবার-পরিজন নিয়ে টিভি দেখার সময় ওইসব অশ্লীল বিজ্ঞাপনে বিশেষ করে শিশুদের প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন অভিভাবকরা। ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এসব অশ্লালীন বিজ্ঞাপন প্রচারিত হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন। একাধিক হারবাল চিকিৎসা প্রতিষ্ঠানে মাঝে মধ্যে দু’একটা ভ্রম্যমান আদালত অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও বন্ধ হচ্ছে তাদের প্রতারনা ব্যবসা। এবং নাম পরিবর্তন করে পুনঃরায় শুরু করেন তারা প্রতারনা ব্যবসা। সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, মহনগরী প্রাণ কেন্দের মোড়ে মোড়ে ২৫/৩০টি হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা ব্যবসার বৈধ কোনো অনুমতি নেই। অথচ এ প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের রোগ বিশেষ করে যৌনরোগের চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়। তাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় ক্যাবল নেটওয়ার্কগুলো থেকে অশ্লীল বিজ্ঞাপন প্রচার করা হচেছ। বিজ্ঞাপনের ভাষা এতটাই কুরুচিপূর্ণ যে পরিবার-পরিজন নিয়ে টিভি দেখার সময়বিব্রত হন অভিভাবকরা। এরই ফলে সাধারণ জনগণও প্রতারিত হচ্ছে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে হারবাল চিকিৎসা নিয়ে। রাজশাহীর নগরসহ জেলার বিভিন্ন উপজেলা এলাকায় রয়েছে কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল,মসলিম হারবাল,মডার্ন হারবালসহ শতাধিক হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান। তারা স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করে চালিয়ে যাচেছ হারবালের নামে প্রতারণার ব্যবসা। তারা মোহনপুর কেশরহাট, পুঠিয়ার বানেশ্বর হাট,বাঘা,চারঘাট,তানোর,গোদাগাড়ী ও দুর্গাপুরের ক্যাবল ব্যবসায়ীদের মোটা অংকের টাকা দিয়ে ক্যাবল নেটওয়ার্কে প্রচারিত হারবাল চিকিৎসা প্রতিষ্ঠানের অশ্লীল বিজ্ঞাপনে মাধ্যমে সাধারন মানুষকে অকৃষ্ট করে ভুয়া ব্যবসা চালিয়ে যাচেছ। তাদের হারবাল চিকিৎসা নিয়ে হাজার হাজার মানুষ প্রতারনার শিকার হয়েছে বলে দু’শতাধিক লোকের অভিযোগ পাওয়াগেছে। এছাড়া জেলার বিভিন্ন হাট-বাজারগুলো হারবাল ও আয়ুর্বেদিক ভেজাল ওষুধে সয়লাব হয়েগেছে। এতে করে প্রতারিত হচ্ছে সাধারণ লোকজন। অনুসন্ধানে জানা যাায়, গাছগাছড়া, লতাপাতা ও ফলমূল দিয়ে তৈরি ওষুধে ভেজাল, বিস্ময়কর মনে হলেও সত্য। হারবাল ও আয়ুর্বেদিক ওষুধের সুনামকে কাজে লাগিয়ে একশ্রেণির নামধারী হেকিম ও কবিরাজ চিকিৎসার নামে অপচিকিৎসা করে যাচ্ছে। নানা সীমাবদ্ধতার কারণে ওষধ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না। এতে ক্ষতির শিকার হচ্ছে সাধারণ লোকজন। অন্যদিকে, অনুমোদন ছাড়াই অনেকেই ভেজাল ওষুধ তৈরি করে দোকান খুলে ব্যবসা করে আসছেন। দ্রুত ফল দেখাতে গিয়ে বিভিন্ন সময় হাঁপানির ওষুধে উচ্চ মাত্রার স্টেরয়েড, মোটা হওয়ার ওষুধে পেরিকটিন, যৌন ক্ষমতা বৃদ্ধির ওষুধে সিলেন্ডা, সাইট্রেট, ভায়াগ্রা, সেনেগ্রা, ফর্সা হওয়ার ক্রিমে স্যালিসাইলিক এসিড, দাঁত পরিষ্কারে হাইড্রোক্লরিক এসিড মেশানো হয়। এমনকি হারবাল ও আয়র্বেদিক ওষুধে আফিন ও মদ ব্যবহার হচ্ছে অহরহ। তবে এব্যাপারে ভুক্তভুগীরা এসকল ভুয়া ব্যবসাদের বিরুদ্দে বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা চেয়েছেন।

দেখা হয়েছে: 320
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪