|

রাজশাহীতে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধারসহ আটক ৩

প্রকাশিতঃ ৮:১৪ অপরাহ্ন | জুন ১৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরী থেকে দিনদুপুরে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া পশ্চিমপাড়ার সেনপুকুর এলাকার একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এর আগে, রাজশাহীর বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড়ে দিনে দুপুরে ভিভোর শো-রুমের ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন নগরীর কর্ণহার থানার দারুসা সায়েরপুকুর এলাকার মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান ফায়সাল (২৬), শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে তাইজুল ইসলাম ওরফে ডলার (২৪) এবং দামকুড়া থানার হরিপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে আরিফুল ইসলাম ওরফে ডলার (২৪)। তবে পলাতক রয়েছে অন্য আসামির নাম অহিদুল ইসলাম (২২)। গতকাল শুক্রবার দুপুরে বোয়ালিয়া থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ জানানো হয়,ভিভোর টাকা আত্মসাতের জন্যই এ নাটক সাজানো হয়েছিল। জড়িত সকলেই ভিভো শো-রুমে কর্মরত রয়েছে। বোয়ালিয়া মডেল থানার (ওসি) নিবারন চন্দ্র বর্মণ জানান, ঘটনার পর থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধারে অভিযানে নামে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ৩২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়। বাকি টাকা উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। ওসি নিবারন চন্দ্র বর্মণ আরো জানান, হ্যালো রাজশাহী-২ নামে প্রতিষ্ঠানটির আওতায় বেশ কয়েকটি মোবাইল ফোন ও ইলেকট্রনিক কোম্পানির শো-রুম রয়েছে। এরমধ্যে ভিভোর দুজন বিক্রয়কর্মী বৃহস্পতিবার দুপুরে দুটি ব্যাগে ৩৭ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের থেকে ৩৫ লাখ টাকা থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। ওসি বলেন, ছিনতাইয়ের ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে ধারণা করা হচ্ছিল এটা বিক্রয়কর্মীদেরই সাজানো ঘটনা। তবে ঘটনার সময়ের এতোগুলো টাকা নিয়ে চলে গেলেও প্রতিরোধের চেষ্টা করা হয়নি। তাছাড়া যারা টাকা নিয়ে যাচ্ছিলেন তারাও কোন ধরনের অস্ত্রের ব্যবহার ছাড়া খুব সহজেই মোটরসাইকেলে বসে টাকার ব্যাগ কাঁধ থেকে নিয়ে চলে যান। এ বিষয়টিই সন্দেহের সৃষ্টি করে। এবং সেই সন্দেহ থেকে যাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় ভিভোর সেই দু’জন বিক্রয়কর্মীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং পরে হ্যালো রাজশাহী-২ এর অন্য কোম্পানির শো-রুমের একজন বিক্রয়কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া পশ্চিমপাড়ার সেনপুকুর এলাকায় তার বন্ধুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।#

দেখা হয়েছে: 227
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪