|

রাজশাহীতে দলীয় প্রতীক নৌকা পেয়ে ফুরফুরে মেজাজে ওরা

প্রকাশিতঃ ৮:৩৫ অপরাহ্ন | অক্টোবর ০৮, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ২য় ধাপে রাজশাহীর তানোর উপজেলার সাত ইউনিয়নের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। (৭ অক্টোবর ) বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের মনোনায়ন বোর্ডে এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবং নাম ঘোষণার সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে প্রার্থীদের নাম। অবশ্য একজন বাদে বর্তমান ইউপি চেয়ারম্যানরাই পেয়েছেন সোনার হরিণ নামক নৌকা প্রতীক। কারন নৌকা প্রতীক পাওয়া মানেই চেয়ার পাওয়া এমন অবস্থায় চলছে নির্বাচনে। এজন্য ভোটারদের চেয়ে মনোনায়ন প্রত্যাশীরা প্রতীক পেতেই মরিয়া হয়ে উঠেছিলেন। শুধু মাত্র রাজনৈতিক লবিং গ্রপিং্যের জন্য কামারগাঁ ইউনিয়ন পরিষদের দু বারের চেয়ারম্যান উপজেলা আ”লীগের দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন প্রামানিক দলীয় মনোনায়ন পাননি। তার স্থলে নতুন মুখ কামারগাঁ ইউপি আ;লীগের সভাপতি ফজলে রাব্বি ফরাদ পেয়েছেন দলীয় মনোনায়ন। ফরাদের মনোনায়নের খবরে গতকাল শুক্রবার সকালে নেতাকর্মীরা যেমন মিষ্টি বিতরণ করেছেন তেমনি অনেকের মাঝে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া বইছে বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। বাকিরা হলেন উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ইউপি আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, পাঁচন্দর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ইউপি আ”লীগ সভাপতি আব্দুল মতিন, বাধাইড় ইউপিতে বর্তমান চেয়ারম্যান ইউপি আ’লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান, তালন্দ ইউপিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সহসভাপতি আবুল কাশেম, সরনজাই ইউপিতে চেয়ারম্যান ইউপি আ’লীগ সভাপতি আব্দুল মালেক ও চান্দুড়িয়া ইউপিতে চেয়ারম্যান মজিবর রহমান। জানা গেছে, উপজেলায় আ’লীগের রাজনীতি দুভাগে বিভক্ত। চলতি মাসের গত শুক্রবার প্রার্থীদের নাম দেওয়া অনুষ্ঠানে দু গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংসদ ফারুক চৌধুরী উপস্থিথিতিতে সাত ইউনিয়নের প্রার্থীদের নামের তালিকা নেওয়া হয়। তবে সেই অনুষ্ঠানে প্রার্থীদের নাম দিতে পারেননি উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের অনুসারী প্রার্থীরা।

দেখা হয়েছে: 150
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪