|

রাজশাহীতে পাঁচটি পয়েন্টে শুরু র‌্যাপিড এন্টিজেন টেস্ট

প্রকাশিতঃ ৮:৫৯ অপরাহ্ন | জুন ০৬, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহী জেলাজুড়ে হুহু করে বাড়ছে করোনা রোগী। প্রতিদিনই রামেক ল্যাবে করোনা টেস্টের জন্য বাড়ছে নমুনার সংখ্যা। নমুনা পরীক্ষা করতে রীতিমত হিমশীম খাচ্ছে কর্তৃপক্ষ। এই অবস্থায় করোনা সংক্রমণের হার জানতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। গতকাল রবিবার রাজশাহী জেলা প্রশাসনের উদ্যেগে মহানগরীর পাঁচটি পয়েন্টে শুরু হয় র‌্যাপিড এন্টিজেন টেস্ট। সিভিল সার্জন অফিস ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই বুথগুলো পরিচালিত হচ্ছে। প্রতিটি বুথে প্রথমিক ভাবে ২ শত করে মোট এক হাজার ফ্রি টেস্ট করা হবে। তবে কতদিন এই পরীক্ষা চলবে তা নিশ্চিত নয় কর্তপক্ষ। এসময় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন পজেটিভ এসেছে। গতকাল রবিবার সকাল ১০ টায় নগরীর জিরো পয়েন্টে বুথের উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সে সময় তিনি বলেন, করোনা সংক্রমণের হার জানার জন্য আমরা ফ্রি ক্যাম্পেইন করছি। আশা করছি এতেই নতুন করে রাজশাহীতে ভেরিয়েন্ট কতটুকু আছে এটি জনতে পারব। এ সময় তিনি সবাইকে টেস্ট করার আহ্বান জানান। এছাড়া হড়গ্রাম বাজার, সি এন্ডবি মোড়, লক্ষীপুর মোড় ও তালাইমারী এলাকায় ভ্রম্যমাণ বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথেই দেখা যায় ভিড়। লোকজন এসেছেন পরীক্ষা করতে। আবার অনেকেই এসছেন দেখতে। এদিকে জেলা সিভিল সার্জন কাউয়ুম তালুকদার এই বুথগুলো নিয়ে আশাবাদী। তিনি মনে করেন নগরীর অনেক লোকই এই বুথগুলোতে পরীক্ষা করাতে আসবে। আর এতেই উঠে আসবে রাজশাহীর করোনা পরিস্থিতির চিত্র। তিনি বলেন, আমাদের পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। অপরদি,করোনাভাইরাসের বিস্তাররোধে রাজশাহীতে চলমান লকডাউনের ওপর গত বৃহস্পতিবার (০৩ জুন) থেকে আরও কড়াকড়ি বিধি-নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। রবিবার (৬ জুন) ছিল ঘোষিত বিধি-নিষেধের ৪র্থ দিন। তবে কঠোর বিধি-নিষেধ অনুযায়ী রাজশাহীর রাতের চিত্রে পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও দিনের চিত্র ছিল একেবারেই ভিন্ন। গণপরিবহন, শপিংমল ও মার্কেট চলছে। প্রয়োজন-অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে মানুষ। ফলে বেড়েই চলেছে সংক্রমনের ঝুঁকি।#

দেখা হয়েছে: 202
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪