|

রাজশাহীতে পানি তেল গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ ৫:৫৬ অপরাহ্ন | মার্চ ০২, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
পানি, ভোজ্যতেল, চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবন গ্যাসসহ নিত্যপণ্যের বর্ধিত মূল্যের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন। গতকাল বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করেছে তারা। গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অযৌক্তিক এই মূল্য বৃদ্ধির পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরো মানুষ সীমাহীন আর্থিক দুরাবস্থায় আছে। কারোনার মহামারিতে অনেক মানুষ কাজ হারিয়েছে, আয় কমেছে অনেকে পরিবারের। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমাগত ভাবে বেড়েই চলেছে। নতুন করে ভোজ্য তেল, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দাম আরো বাড়ানোর পায়তারা চলছে। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে সব শ্রেণি পেশার মানুষের

জীবন রক্ষা এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। দেশব্যাপী ডাকা দলীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ মোর্শেদের সভাপতিতে ¡ এতে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব জুয়েল রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাদিম সিনা, ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন,জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক জিন্নাত আরা সুমু প্রমুখ।

দেখা হয়েছে: 129
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪