|

রাজশাহীতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৮:২৭ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক অপরাধসভার আয়োজন করা হয়। জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম পিপিএম এর সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা,পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ফোর্সবৃন্দ। সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধিকরণ,অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়। এবং সভায় ডিউটি পালনের পাশাপাশি ক্রীড়াচর্চা ও সুস্থ সংস্কৃতিচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। অপরাধ সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম পিপিএম মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে বিশেষ অভিযান পরিচালনা করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ দেন। এছাড়া আগামী ২০২০ সালের ০৮ ও ১৪ মার্চ সারাদেশে মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ পালিত হবে। তাই সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। এয়াড়া অপরাধ সভায় চারজন পুলিশ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেওয়া হয়।

দেখা হয়েছে: 260
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪