|

রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশিতঃ ৪:৫৭ অপরাহ্ন | জানুয়ারী ২০, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যা করেছে তার নিজ সন্তান। দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলাকেটে হত্যার পর বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে লাশ ফেলে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটে দামকুড়া থানার আসগ্রাম পাটনিপাড়া গ্রামেতে। নিহতের নাম সাজ্জাদ হোসেন (৬৫)। এঘটনায় অভিযুক্ত ছেলে স্বপন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। দামকুড়া থানার ওসি মাহবুব আলম বলছেন, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১২ টার দিকে বৃদ্ধ সাজ্জাদকে তার ছেলে স্বপন হত্যা করে। প্রথমে সে তার বাবাকে ঘুমন্ত অবস্থায় মুখে প্লাস্টিক দিয়ে হত্যার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর রাত ৩টার দিকে তার বাবার লাশ গোপন করার জন্য নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরদিন সে নিজেই থানায় এসে তার বাবাকে পাওয়া যাচ্ছে না মর্মে পুলিশকে জানায়। ওই সময় তার কথা বার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের জেরার প্রেক্ষিতে অভিযুক্ত স্বপন স্বীকার করে সেই তার বাবাকে গলা কেটে হত্যা করে তার বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে রেখেছে। পুলিশ তার কাছে হত্যার কারণ জানতে চাইলে সে জানায়, তার মা এক বছর আগে মারা গেছেন। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়। এতে আপত্তি জানায় স্বপন। আপত্তির কারণ হিসেবে তিনি বলেন, দ্বিতীয় বিয়ে করলে তার বাবার সম্পত্তির ভাগাভাগি হয়ে যেতো। তাই তিনি আপত্তি জানিয়ে ছিলেন বিয়েতে। বারন করার পরও তার বাবা না শোনায় তাকে ঘুমের মধ্যে গভীর রাতে প্রথমে প্লাস্টিক জড়িয়ে পরে চাকু দিয়ে হত্যা করে সে বলে জানান।এরপর স্বপনের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত তিনটার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে সেপটিক ট্যাংক থেকে সাজ্জাদের লাশ উদ্ধার করে। এঘটনায় স্বপনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাবাকে হত্যার দায়ে থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।#

দেখা হয়েছে: 144
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪