|

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিতঃ ১০:৪৮ অপরাহ্ন | ডিসেম্বর ১৬, ২০২৩

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রথম প্রহর থেকেই জেলার বিভিন্ন শহীদ মিনার গুলোতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ শ্রেণি পেশার মানুষ। এছাড়া সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শহীদ মিনার গুলোতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে মহানগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক শামীম আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা। দিবসটি উপলক্ষে রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে জাতির সূর্য সন্তান বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ও আরএমপি’র কমিশনার, রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিট। দিবসটি উপলক্ষে বাগমারার তাহেরপুর পৌর কেন্দ্রীয় শহিদ মিনারে শীতকে উপেক্ষা করে সকাল থেকে ভীড় জমায় এলাকার লোকজন।পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করেন পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাবেক মেয়র ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।শনিবার মহান বিজয় দিবসটি উপলক্ষে রাজশাহী জেলাজুড়ে দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন।

দেখা হয়েছে: 71
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪