|

রাজশাহীতে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিতঃ ১০:৩৫ অপরাহ্ন | অক্টোবর ২৭, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহী মহানগরীতে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার নগরীর মালোপাড়ার বিএনপি কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর ও জেলা যুবদলের যৌথ আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল,বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজী হেনা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুল রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন এশা ও জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন। সমাবেশ পরিচালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ। এসময় রাজশাহী মহানগর ও জেলা যুবদলের যৌথ আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথি রাসিকের সাবেক মেয়র এবং এমপি মিজানুর রহমান মিনু বলেন, বেগম জিয়ার মুক্তির জন্য রাজশাহী থেকে সরকার পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনে সকল বাধা উপেক্ষা করে বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সকল জনগণকে রাজপথে নামার আহবান জানান তিনি। যুবলীগ দেশকে ধ্বংস করার জন্য কাজ করে, আর যুবদল দেশকে উন্নয়ন করার কথা ভাবে। দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা ও যুবদলের সমাজকে ধ্বংসের হাত রক্ষা কতে ১৯৭৮ সালে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল গঠন করেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে দুর্নীতিবাজ এই আওয়ামী লীগ সরকার খুন, গুম লুট, রাহাজানি করে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে।

দেখা হয়েছে: 353
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪