|

রাজশাহীতে লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রাস্তাঘাট ফাঁকা

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | জুন ১২, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মহানগর এলাকায় ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানসহ প্রচার-প্রচারণা চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল শনিবার সকাল থেকে পুলিশের পাশপাশি র‌্যাবও মাঠে রয়েছে। এবং মহানগরীর প্রবেশ পথগুলোতে ভ্রাম্যমাণ আদালত ছিল। এসময় বিভিন্ন জেলা থেকে নগরের উদ্দেশ্যে আসা যানবাহন গুলোকে ফিরিয়ে দেয়া হয়। এবং জনগণকে কঠোর এই লডকাউন (শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত) বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানানো হয়। জানা গেছে, করোনা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে বাইরে না বের হওয়ার জন্য মাইকিং ও ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। শনিবার সকাল থেকেই নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার ও ফার্মেসী ছাড়া সবকিছুই বন্ধ ছিল। পুলিশের পক্ষ থেকেই বাজার এলাকা এবং পাড়া-মহল্লায় মনিটরিং করা হয়। শনিবার সকাল থেকে নগরের তেমন কোনো মার্কেট খোলা রাখতে দেখা যায়নি। তবে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে নগরের প্রবেশ পথগুলোতে ভ্রাম্যমাণ আদালতের চেকপোস্ট বসানো হয়।#

দেখা হয়েছে: 271
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪