|

রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসির প্রথম পরীক্ষা অনুষ্টিত

প্রকাশিতঃ ৯:০৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৩, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের মাধ্যদিয়ে রাজশাহীতে এসএসসি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গতকাল সোমবার সকাল ১০টা থেকে শন্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত কোনো পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবং কোনো পরীক্ষার্থী কিংবা পরীক্ষক বহিষ্কৃতও হননি। রাজশাহী শিক্ষাবোর্ডে অধীনে অনুষ্ঠিত এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন। তবে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ৬৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এবিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা: মোকবুল হোসেন জানান,রাজশাহী শিক্ষা বোর্ডে শন্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, তাদের শিক্ষার্থীরা জানিয়েছে প্রশ্নপত্র ভালো হয়েছে। শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন। তিনি মহানগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। প্রসঙ্গত,এ বছর এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। আর দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১ মার্চ পর্যন্ত। এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ৮ মার্চের মধ্যে।#

দেখা হয়েছে: 273
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪