|

রাজশাহীতে শিক্ষার্থীদের অপরাধে না জড়ানোর আহ্বান পুলিশের

প্রকাশিতঃ ১২:২২ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ১৯, ২০১৮

রাজশাহীতে শিক্ষার্থীদের অপরাধে না জড়ানোর আহ্বান পুলিশের

নাজিম হাসান, রাজশাহী থেকে:

শিক্ষার্থীদের কোনো অপরাধের সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার। ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এর আয়োজন করে আরএমপি। পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, শিক্ষার্থীদের কোনো ধরণের আপরাধের সাথে জড়ানো যাবে না । একজন মানুষ যদি কোন মামলায় পড়ে যায়, তবে সে কোনো সরকারি চাকরি পায় না, বিদেশেও যেতে পারে না। এসবের জন্য পুলিশের ক্লিয়ারেন্স লাগে। তাই আপরাধী হওয়া যাবে না ।

সভায় বিশেষ অতিথি ছিলেন আরএমপির উপ-কমিশনার আমির জাফর। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। সভায় ট্রাফিক সচেতনতা, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে আইন মেনে চলার ব্যপারে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। ট্রাফিক সচেতনতায় এর আগে রাজশাহী কলেজ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

দেখা হয়েছে: 428
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪