|

রাজশাহীতে সর্দি-জ্বর শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি হওয়া নারীর মৃত্যু

প্রকাশিতঃ ৬:৪৩ অপরাহ্ন | মার্চ ২৫, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন।হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মঙ্গলবার রাতে মারা যান তিনি। এই নারী করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উৎকণ্ঠা আর তৎপরতার মধ্যেই তাঁর মৃত্যু হয়। হাসাপাতাল সূত্রে জানা যায়, ৪৬ বছর বয়সী ওই নারীর বাড়ি রাজশাহীর কাটাখালি এলাকার। ২০ মার্চ তিনি জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রোববার (২২ মার্চ) রাতে রামেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তার পরীক্ষার কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। এজন্য তাকে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাত পৌনে একটার দিকে তিনি মারা যান। আইসিইউর ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, এই নারীর স্বজনেরা বলতে পারছেন না তিনি ভাইরাস বহনকারী কারও সংস্পর্শে গিয়েছেন কি না। এটা নিয়ে তাঁরা একটু শঙ্কায় ছিলেন। এ জন্য এই ইউনিটের দায়িত্বরত সবার সুরক্ষা পোশাকের ব্যবস্থা করা হয়েছিল।রোগতত্ত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওই নারীর নমুনা সংগ্রহের জন্য। তার আগেই ওই নারীর মৃত্যু হলো। জানতে চাইলে রামেক হাসপাতাল উপ-পরিচালক ডা.সাইফুল ইসলাম ফেরদৌস বলেন, এখন পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাস পরীক্ষা করার কিট নেই। তারা এই জন্য চেষ্টা করছেন এখান থেকে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে মঙ্গলবার রাতে মারা যান তিনি।

দেখা হয়েছে: 282
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪