|

রাজশাহীতে স্কুলে গোপন বৈঠকের সময় জামায়াতের ১৪ নেতাকর্মী আট

প্রকাশিতঃ ৯:৪৮ অপরাহ্ন | ডিসেম্বর ১০, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে গোপন বৈঠক চলার সময় ১৪ জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে মহানগরীর সাহেব বাজার এলাকায় মসজিদ মিশন স্কুল থেকে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক নেতাকর্মী হলেন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী মাইনুল ইসলাম (৫০), প্রচার সম্পাদক শাহাদাত হোসেন (৪৫), নগরীর বোয়ালিয়া থানা আমির আমিনুল ইসলাম (৬০), রাজপাড়া থানার নায়েবে আমীর মো. কামরুজ্জামান (৪৫), সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন (৪১), মহানগর সুরা সদস্য সিরাজুল ইসলাম (৪৮), মহানগর শ্রমিক কল্যাণের সভাপতি আবদুস সামাদ (৫০) এবং মহানগর সদস্য মাহফুজুল্লাহ জহির (৪৭), আরিফিন মৃধা (৩১) ও তহিদুল ইসলাম (৪৫)। এবং জামায়াতের এই বৈঠকের সাথে জড়িত না থাকায় তাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেয়া হয়। বিষটি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, জামায় নেতাদের গোপন মিটিং চলছে এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের মসজিদ মিশন এক্যাডেমিতে বিকাল সোয়া ৩টার দিকে আভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তারা সেখানে গোপন বৈঠক থেকে ১৪ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেন। এসময় পুলিশের দাবি গ্রেফতারকৃতদেরকে প্রথমিক জিঙ্গাসাবাদে জানা গেছে টিপু রাজাকারের রায়কে কেন্দ্র করে সহিংসকার পরকল্পনা করছিলেন তারা। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করয়েছে। তারা এজাহারভুক্ত পলাতক আসামী। তাদের বিরুদ্ধে নাশকতার মামালা দায়ের কার হয়েছে বলে জানান,এ পুলিশ কর্মকর্ত।

দেখা হয়েছে: 296
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪