|

রাজশাহীতে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি

প্রকাশিতঃ ৪:৩৬ অপরাহ্ন | নভেম্বর ২৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীতে দির্ঘ অপেক্ষার পর অবশেষে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ বিক্রি শুরু করেছে। মহানগরীর ৫টি পয়েন্টে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে ডিলাররা। এসময় দির্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এক কেজি পেঁয়াজ কেনার জন্য সাধারন নারী-পুরুষ ক্রেতারা। রবিবার সকাল সাড়ে ৯ টার সময় থেকে এ পেঁয়াজ বিক্রি শুরু করেন টিসিবি’র ডলাররা। এর আগে শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে রাজশাহীর খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রির কথা ছিল। তবে সময়মতো পেঁয়াজ রাজশাহীতে গিয়ে না পৌঁছানোয় রোববার থেকে বাজারে পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। পয়েন্ট গুলো হচ্ছে, মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, কোর্ট চত্বর,ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্বর এলাকায়। এসব এলাকায় টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে খোলা বাজারে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করা হবে বলে টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান। এসময় উপস্থিত কয়েক শত ক্রেতা জানায়,বাজারে যা পেঁয়াজ আছে তা সাধারণ জনগনের জন্য ক্রয়সাধ্য নয়। এর লাগাম টেনে নিচে না নামানো পর্যন্ত মানুষ শান্তি পাবে না। বাজারে এখনো পেঁয়াজের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, সেখানে টিসিবি ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে।তবে টিসিবি এক কেজি করে না দিয়ে ৫ কেজি করে পেঁয়াজ দিলে আমাদের খুব উপকার হতো। উল্লেখ্য,রাজশাহীর বাজারে ক্রেতাদের চাহিদা পুরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে মোট পাঁচ টন পেঁয়াজ। এবং প্রতি পয়েন্টে দেয়া হবে এক টন করে পেঁয়াজ। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে মহানগরীতে।

দেখা হয়েছে: 356
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪