|

রাজশাহীর ছয় আসনে আওয়ামীলীগের বড় ধরনের প্রার্থী পরিবর্তন

প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ন | নভেম্বর ২৬, ২০২৩

নাজিম হাসান,রাজশাহী থেকে:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণার বিবরণ থেকে এই তথ্য জানা গেছে। এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৪টিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ঘোষণা অনুাযায়ী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি ওমর ফারুক চৌধুরী এবং রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমমন্ত্রী মো. শাহরিয়ার আলমের ওপরই পুনরায় ভরসা রেখেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে রাজশাহী-২ (সদর) আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার পরিবর্তে মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালকে মনোনয়ন দেয়া হয়েছে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এমপি মো. আয়েন উদ্দিনকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদকে; রাজশাহী-০৪ (বাগমারা) আসনে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে বাদ দিয়ে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কালামকে এবং রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এমপি ডা. মনসুর রহমানের স্থলে সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে। এদিকে,বিকালে রাজশাহী-৪ বাগমার আসন থেকে আওয়ামীলীগের  মনোনয়ন পাওয়া আবুল কালাম আজাদের সমর্থকরা তাহেরপুর পৌরসভার হরিতলা চার রাস্তা মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করে পৌরসভা হাটের প্রতিটি রাস্তা প্রদক্ষিণ করে আবারো হরিতলা এসে শেষ হয়।

দেখা হয়েছে: 63
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪