|

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে বিএনপি পন্থিদের জয়জয়কার

প্রকাশিতঃ ৬:৫৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ২০২০ সালের নির্বাচনে বিএনপিপন্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছে। পাশাপাশি আওয়ামী লীগপন্থী প্যানেলের ভরাডুবি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ পদে জয় পেয়েছে বিএনপিপন্থীরা। আর পাঁচটিতে জিতেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীরা। এর আগে গত দুই বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছিল ক্ষমতাসীনরা। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক-২, তাঁর প্রাপ্ত ভোট ২৭৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বাকার পেয়েছেন ২৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী, তাঁর ভোট ৩০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বি বজলে তৌহিদ আল হাসান বাবলা পেয়েছেন ২৩১ ভোট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এক নম্বর নতুন বার ভবনের দোতলায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। এবার বারের ৬০১ জন ভোটার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৫৫ জন। রাত ১০টার দিকে ভোট গনণা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম সেলিম ফলাফল ঘোষণা করেন। অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম বলেন, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (বিএনপি)। সাধারণ সম্পাদক হয়েছে পারভেজ তৈফিক জাহেদী (বিএনপি)। এছাড়াও তিনজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একে মিজানুর রহমান (বিএনপি), মাহাবুল ইসলাম (বিএনপি) ও অশিত কুমার শান্যাল (আওয়ামী লীগ)। দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ইতি ((বিএনপি)) ও মাজেমান আলী (আওয়ামী লীগ)। এছাড়াও হিসাব সম্পাদক পদে সেলিম রেজা মামুন ((বিএনপি)), লাইব্রেরী সম্পাদক রিয়াজ উদ্দিন (বিএনপি), সম্পাদক অডিট আজিমুসান উজ্জল (বিএনপি), সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন হাসিবুল ইসলাম কচি (আওয়ামী লীগ), সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার রজব আলী (বিএনপি)। এছাড়াও সদস্য পদে নয়জন নির্বাচিতরা হলেন, ইরশাদ আলী ইসা (বিএনপি), আবতাবুর রহামন (বিএনপি), মোজাম্মেল হক (বিএনপি), রাকিবুল ইসরাম রাকিব (বিএনপি), সিফাত জেরিন তুলি (বিএনপি), সেকেন্দার আলী (বিএনপি), আব্দুল বারি (বিএনপি), আহসান হাবিব রঞ্জু (আওয়ামী লীগ) ও সোমা খাতুন (আওয়ামী লীগ)। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম সেলিম।

দেখা হয়েছে: 248
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪