|

রাজশাহী জেলাজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নিয়মিত সভা হয় না

প্রকাশিতঃ ৯:৩৫ অপরাহ্ন | অক্টোবর ০৪, ২০২৩

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী জেলাজুড়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা (ম্যানেজিং) কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয় না। তবে অধিকাংশ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী নেতাকর্মীরা। ফলে কমিটির লোকজন বিভিন্ন কাজে সভাপতির পেছনে ছুটলেও সভাপতি অধিকাংশ সময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় তাদের তেমন সময় দিতে পারেন না। এতে সমস্যায় পড়ছে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির লোকজন,কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান। আর এ কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্নকভাবে ব্যহত হচ্ছে। রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালীদের ঢালাও ভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি করায় অধিকাংশ প্রতিষ্ঠান পরিচলনা নানাভাবে বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক দল, ব্যবসা-বাণিজ্য ও পরিবারের বিভিন্ন কাজের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ নিয়ে দায়িত্ব পালনে হিমসিম খাচ্ছেন তাঁরা। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক সভা এবং শিক্ষকদের বেতন-বিলের ফাইলে স্বাক্ষর নিতে প্রায় প্রতিনিয়তই ছুটতে হয় সভাপতির পেছনে তারপরও অধিকাংশ ক্ষেত্রেই সময়মত সভাপতির দেখা মেলে না বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। জানা গেছে, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগ পক্রিয়া (পিএসসি) নিয়ন্ত্রণ করবে। তখন সভাপতিরা ইচ্ছে করলেও আর তাদের ইচ্ছেমতো শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না। অভিযোগ উঠেছে, এই নিয়োগ বাণিজ্য করার উদ্দ্যেশেই রাজশাহী জেলা সদরসহ বাগমারা,দুর্গাপুর,পুঠিয়া,চারঘাট,বাঘা,পবা,মোহনপুর, তানোর এবং গোদাগাড়ী বাছ-বিচার না করে ঢালাওভাবে রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে এসব সভাপতির মধ্যে অনেক বির্তকিত ও গ্রহণযোগ্যহীণরাও রয়েছে। এদিকে এসব রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালীরা সভাপতি মনোনিত হবার পরেই শিক্ষা প্রতিষ্ঠানের ভালোমন্দ দেখভাল না করেই মেতে উঠেছে নিয়োগ বাণিজ্য নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, শিক্ষক-শিক্ষার্থীর সমস্যা ইত্যাদি বিষয়ে খোঁজখবর না নিলেও শিক্ষক-কর্মচারী নিয়োগে তারা মরিয়া হয়ে উঠেছে। ফলে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে চাঁপাক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এসব প্রভাবশালীরা প্রতিষ্ঠানের সভাপতি মনোনিত হবার পরেই নিয়োগ নিয়ে তাড়াহুড়া শুরু করায় তাদের ভূমিকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এব্যাপারে এলাকার সচেতন মহল সভাপতিপদে যোগ্যদের নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা চেয়েছেন।

দেখা হয়েছে: 104
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪