|

রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে এমপি এনামুল হকের অর্থ সহায়তা প্রদান

প্রকাশিতঃ ১:০০ অপরাহ্ন | এপ্রিল ০২, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনি:
রাজশাহী জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে দুই লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করলেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃৃহস্পতিবার দুপুর ১২ টায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ আহম্মেদের দপ্তরে গিয়ে তাঁর পক্ষ থেকে দুই লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর হাচেন আলী, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, সিনিয়র হিসাব কর্মকর্তা সোহরাব হোসেন মাসুম প্রমুখ। দেশের চলমান করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে হাট-বাাজার সহ দোকানপাট। সে কারনে ছিন্নমূল এবং স্বল্প আয়ের মানুষ সহ পরিবহণ চালককে পড়তে হয়েছে খাদ্য সংকটের মুখে। অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় অসহায় দিন কাটাচ্ছেন। বর্তমানের সেই করোনা সংকট মোকাবেলায় রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ ব্যাপারে বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপি একটা সমস্যা। এই সংকট মোকাবেলা করা কারও একার পক্ষে সম্ভর না। দেশের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সেই সাথে সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

দেখা হয়েছে: 460
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪