|

রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের ছয়দফা দাবিতে বিক্ষোভ

প্রকাশিতঃ ৪:৫৭ অপরাহ্ন | নভেম্বর ০৪, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয়দফা দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল করছে তারা। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার সময় ক্যাম্পাস চত্বরে এ বিক্ষোভ করে শিক্ষার্থী। এর আগে শনিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো অভিযুক্ত শিক্ষার্থীদের দ্রুত ও সুষ্ঠ বিচার করতে হবে, তাদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, কলেজে বহিরাগত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তবে ছাত্রলীগের দাবি, এই ঘটনায় শুধু ইন্সটিটিউটের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ ছিল। এই ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্র রাজনীতি বাতিলের দাবি জানায়। এছাড়া প্রতিবাদ সভা করেছে শিক্ষাক-কর্মচারীরা। এদিকে অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের পলিটেকনিক শাখার যুগ্ম-সম্পাদক কামাল হোসেন সৌরভকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, সিসিটিভির ফুটেজে সৌরভকে দেখা গেছে। এইজন্য তার বিরুদ্ধে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছিলো। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এছাড়া পলিটেকনিক ইন্সটিটিউট শাখার কমিটিও স্থগিত করা হয়েছে। এদিকে একই দিন সন্ধ্যায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আসে তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর।

দেখা হয়েছে: 354
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪