|

রাজারহাটে মুজিব জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিতঃ ১০:৫৬ অপরাহ্ন | মার্চ ১৭, ২০২১

রাজারহাটে মুজিব জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও,উপজেলা পরিষদের পক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান, থানা পুলিশ,বীরমুক্তিযোদ্ধা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা ছাত্রলীগ, প্রেসক্লাব রাজারহাট,রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জাতিরজনকের জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ওসি মো: রাজু সরকার, বীর মুক্তিযোদ্ধা মো: সোলায়মান আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ড: মো: জোবায়দুল ইসলাম, উপজেলা স¦াস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, কৃষি কর্মকর্তা শম্পা আকতার,মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহের উদ্দিন ধনী, উপজেলা সমবায় কর্মকর্তা শাহআলম, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল,মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি চাষী আব্দুস ছালাম মাষ্টার,জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এদিকে দিবসটি উপলক্ষে রাজারহাট সরকারি এম.আই কলেজে জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও নূরে তাসনিম।

অপরদিকে দিবসটি উপলক্ষে দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে বিশেষ খাবার সরবরাহ পরিদর্শনে যান ইউএনও।

দেখা হয়েছে: 255
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪