|

রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও পুলিশের উপর ককটেল বিস্ফোরণ করায় গ্রেফতার ৯

প্রকাশিতঃ ১:৫৯ অপরাহ্ন | অক্টোবর ১৫, ২০২৩

ময়মনসিংহে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও পুলিশের উপর ককটেল বিস্ফোরণ করায় গ্রেফতার ৯

আব্দুল আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে দাঙ্গা সৃষ্টি করে রাষ্ট্র বিরোধী শ্লোগান দিয়ে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশের উপর ককটেল নিক্ষেপ করায় নয় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলো, রিয়াদুল ইসলাম শাহীন, রাকিবুল হাসান, মোঃ শফিকুল ইসলাম হামিম, মোঃ হুমায়ুন কবির, মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ আওলাদ হোসেন, মাসুদ রানা। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাটি বাড়েরা এলাকা থেকে কোতোয়ালী পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরিত ককটেলের টুকরা উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর ৩ নং ফাড়ির ইনচার্জ শনিবার সকালে চরপাড়া এলাকায় ডিউটিকালে খবর পায় ভাটি ভাড়েরা ঢাকা-বাইপাস মহাসড়কে ময়মনসিংহ হোমিও হলের সামনে একদলভূক্ত উশৃঙ্খল জনতা দাঙ্গা সৃষ্টি করে রাষ্ট্র বিরোধী শ্লোগান দিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকান্ড করছে। এ সংবাদের সত্যতা যাচাই করে কর্তৃপক্ষের পরামর্শে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে চক্রটি পুলিশকে লক্ষ করে ৭/৮টি ককটেল বিস্ফোরণ করে।

এ সময় পুলিশ উপরোক্ত নয়জনকে গ্রেফতার করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ টি বিস্ফোরিত কসটেপ মোড়ানো জর্দার কৌটা, এবং বিস্ফোরিত ককটেলের ৩ টি টুকরা উদ্ধার করে। এ ঘটনায় ৩ নং ফাড়ির ইনচার্জ বাদি হয়ে আড়াইশতজনের নামে মামলা করেন।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন, মামলার সুষ্ঠ তদন্ত, ন্যায় বিচার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামী কর্তৃক দেশ বিরোধী এহেন ষড়যন্ত্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও তাদের ভবিষ্যত রাষ্ট্র বিরোধী বেআইনী কার্যকলাপের তথ্য উপাত্ত সংগ্রহ, ককটেল প্রাপ্তির উৎস এবং ঘটনায় জড়িত মূল হোতাদের সনাক্ত করণে ৫ দিনের রিমান্ডসহ রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

দেখা হয়েছে: 84
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪