|

রাসিক মেয়রের সাথে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সাক্ষাৎ

প্রকাশিতঃ ৮:৫৯ অপরাহ্ন | মার্চ ০৫, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে তার বাসভবনে নেতৃবৃন্দরা সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন নাহিদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল, সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল।

আরো উপস্থিত ছিলেন, বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলাম টাইগার, সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদির বিশ্বাস, পারভেজ শেখ, মোমিন বিশ্বাস, বদরুজ্জামান দোয়েল, আজিজুর রহমান, রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নে রাসিক মেয়রের সহায়তা কামনা করেন। মেয়র এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে কথা বলবেন বলে আস্বস্ত করেন। পরে তারা রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সাথে সাক্ষাৎ করেন।

দেখা হয়েছে: 89
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪