|

লকডাউন বাস্তবায়নে গৌরীপুরে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিতঃ ৩:১৫ অপরাহ্ন | জুলাই ০২, ২০২১

লকডাউন বাস্তবায়নে গৌরীপুরে কঠোর অবস্থানে প্রশাসন

আরিফ আহম্মেদঃ ময়মনসিংহের গৌরীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান গৌরীপুর ও শ্যামগঞ্জ বাজারে ৩২টি মামলা দায়ের ও ৫৮ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় থেকে গৌরীপুরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ৮টি মামলায় ১০ হাজার ৫০০টাকা অর্থদণ্ড করেন।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৬ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেন।

করোনা মোকাবেলায় কঠোর লকডাউন বাস্তবায়ন করতে বিভিন্ন মনোহারি, কাঁচা বাজার, মাছ বাজারের অভিযান পরিচালনা করেন তাঁরা। এসময় স্বাস্থ্য বিধি না মেনে পণ্য বিক্রি ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব মামলা ও জরিমানা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এছাড়াও অপ্রয়োজনীয় পরিবহন ও কাউকে রাস্তায় ঘুরতে দেখা গেলে তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 213
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪