|

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আতঙ্ক

প্রকাশিতঃ ১২:৫৯ পূর্বাহ্ন | অক্টোবর ১২, ২০২১

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার ১২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, মেহেরুন রঙের শার্ট পড়নে একটি কিশোরকে ৫-৬ জন এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে। এরমধ্যে একজনের হাতে থাকা প্লাস্টিকের জিআই পাইপ দিয়ে তাকে মারতে দেখা যায়। আহত ওই কিশোরের নাক মুখে জখম হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। আহত কিশোরসহ তার বন্ধুরাও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিক মারামারির ঘটনা থেকে ভেসে আসা কথা সূত্র প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধ ছিলো তাদের। তবে শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এ ঘটনায় সড়কে পাশে থাকা এক ক্রেতার মোটরসাইকেলের গ্লাস ও পাশের একটি দোকানের বসার টুল ভেঙে গেছে।

আহতদের নাম-পরিচয় জানা না গেলেও। তারা লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। শহরের দক্ষিণ তেমুহনী এলাকার নিউ মডেল হাসপাতালের সামনে শনিবার (৯ অক্টোবর) বিকেলেও কিশোর গ্যাংয়ের সদস্য’রা হঠাৎ পারভেজ নামের এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে।

এসময় জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুনসহ স্থানীয়রা এগিয়ে আসায় ওইদিন হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সরকারি কলেজ (পিটিআই মোড়ে) কিশোর গ্যাংয়ের দুই পক্ষ মারামারি করে। মারামারি অবস্থায় প্যানেল মেয়র খোকন আসলে উভয় পক্ষ পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, কেউ আমাকে ঘটনাটি জানায়নি। ঘটনাটি টহল টিমকে জানাচ্ছি।

দেখা হয়েছে: 235
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪