|

লক্ষ্মীপুরে ‘ছেলে ধরা’ একটি অপ্রচার ইউএনও

প্রকাশিতঃ ২:৫৬ অপরাহ্ন | জুলাই ১০, ২০১৯

লক্ষ্মীপুরে 'ছেলে ধরা 'একটি অপ্রচার ইউএনও

রুবেল হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রেদওয়ান আরমান শাকিল বলেছেন, একটি কুচক্র মহল চতুর্দিকে ‘ছেলে ধরা ‘ নামে নিছক গুজব রটিয়ে আতংক জড়িয়ে দিয়েছে। এটি সম্পূর্ণ অপ্রচার বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা মাসিক সভাতে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইউএনও আরো বলেন, ‘ছেলে ধরা’ গুজবটির কারণে ইতিমধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। এক ধরণের অজানা ভয়ে আছেন অভিভাবকরা। তাই উপস্থিত সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা-প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতা মূলক আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করা হয়। ভয়ের কোন কারণ নেই মাঠ পর্যায় পুলিশ প্রশাসন সার্বক্ষণিক সর্তক আছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ও প্রাথমিক শিক্ষা-কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লাসহ প্রমুখ।

দেখা হয়েছে: 673
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪