|

লক্ষ্মীপুরে ১হাজার পরিবার মাঝে এক সপ্তাহের খাবার বিতরণ

প্রকাশিতঃ ৯:১২ অপরাহ্ন | মার্চ ২৯, ২০২০

লক্ষ্মীপুরে ১হাজার পরিবার মাঝে এক সপ্তাহের খাবার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমাতে সঙ্গরোধে থাকা এক হাজার দিনমজুরের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে অসহায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল আলম শ্যামল এসব বিতরণ করেন।

শ্যামল লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও হাজিরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিয়াজান ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

ফাউন্ডেশন সূত্র জানায়, করোনা প্রতিরোধে দিনমজুররা কাজকর্ম বন্ধ করে বাড়িতে অবস্থান করছে। এতে তাদের সংসারের খাদ্য সংকট নিরসনের ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নের এক হাজার মানুষের মাঝে চাল-ডাল, আলু ও পেঁয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে একটি পরিবারের ৭ দিনের খাদ্য সামগ্রী রয়েছে।

জানতে চাইলে বদরুল আলম শ্যামল বলেন, মহামারি করোনাকে প্রতিরোধ করতে দিনমজুররা বাড়িতে অবস্থান করছে। দিনে এনে দিনে খাওয়ার মানুষগুলোর আজ উপার্জন বন্ধ। এজন্য আমার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার দিনমজুরের পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

দেখা হয়েছে: 334
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪