|

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ: ৮ ঘন্টা বাস চলাচল বন্ধ

প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ন | ডিসেম্বর ২৯, ২০২১

Lakshmipur

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ৮ ঘন্টা বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলা বাস মালিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

এদিকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা আউটার স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। এ সমাবেশে জনগণের উপস্থিতিতে বাধা দিতেই মিথ্যে অভিযোগে যুবলীগ নেতা টিপু বাস বন্ধের ঘোষণা করেছে।

বাস মালিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে রায়পুরের রাখালিয়া এলাকায় একটি বাস ভাঙচুর করা হয়েছে। এতে মালিক সমিতির জরুরী বৈঠক ডাকা হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ভাঙচুরের প্রতিবাদে সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলায় সকল বাস চলাচল বন্ধ থাকবে।

তবে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, রায়পুরে বাস ভাঙচুরের কোন ঘটনাই ঘটেনি। কেউ আমাদেরকে অভিযোগও করেনি। বাস চলাচল বন্ধের বিষয়টিও জানা নেই।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান বলেন, আমাদের সমাবেশে জনগণের উপস্থিতিতে হ্রাস করতেই বাস মালিকরা সিদ্ধান্তটি নিয়েছে। হঠাৎ বাস বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। তবে আমাদের সমাবেশ সফল করতে প্রশাসনের সহযোগীতা চাচ্ছি। আশা করি সরকার দলও এতে বাধা দেবে না। যদি পথে পথে বাধাগ্রস্ত না হয়, তাহলে সমাবেশস্থলে জনগণের ঢল নামবে।

দেখা হয়েছে: 202
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪