|

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের স্কিলস প্রতিযোগিতা

প্রকাশিতঃ ৫:০০ অপরাহ্ন | নভেম্বর ০৩, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি:

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়ক স্কিলস কম্পিটিশন -২০১৮অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিকস ল্যাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ৬টি দল অংশ নেয়।Digital Fingerprint Locker যন্ত্র আবিষ্কার করে প্রথমস্থান অর্জন করেন ইলেকট্রনিক্স বিভাগের শোভন সরকার,Hospital Management System আবিষ্কার করে দ্বিতীয়সস্থান অর্জন করেন কম্পিউটার বিভাগের রাইসুল কবির,আঃ ওহাব ও মোঃ নয়ন মোল্লা,Digital Water Top আবিষ্কার করে তৃতীয়স্থান অর্জন করেন ইলেকট্রনিক্স বিভাগের রাকিব হোসেন, আরমান হোসেন ও ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস এন্ড ট্রেনিং এর সহকারী প্রোগ্রাম অফিসার মোহাম্মাদ আব্দুল মাজেদ,পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিকস বিভাগের প্রধান আতিকুর রহমান, আর্কিটেকচার বিভাগের প্রধান আলমগীর হোসেন, ডায়নামিক কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ ভূঁইয়া ও সংবাদকর্মী রুবেল হোসেন।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ২৬ অক্টোবর সারাদেশে একসঙ্গে ১২৬টি পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসছে।

দেখা হয়েছে: 561
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪