|

লক্ষ্মীপুরে স্মার্টকার্ড নিতে আসা নাগরিকদের মাঝে শরবত বিতরণ

প্রকাশিতঃ ৮:২১ অপরাহ্ন | অক্টোবর ২১, ২০১৮

লক্ষ্মীপুরে স্মার্টকার্ড নিতে আসা নাগরিকদের মাঝে শরবত বিতরণ

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
‘মানুষ মানুষের জন্য, আত্ম মানবতার সেবায় নিয়োজিত’ অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের জন্য আসা প্রায় সাড়ে ৪ হাজার নারী-পুরুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ অক্টোবর) সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয়ে স্মার্টকার্ড প্রদানকালে ক্যাম্পাস প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এতে গরমে তৃষ্ণার্ত নাগরিকদের ক্লান্তি দূর করতে শরবত ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ৪ দিনব্যাপী সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হচ্ছে। এতে প্রায় ২০ হাজার নারী-পুরুষ স্মার্টকার্ড গ্রহণ করার কথা রয়েছে। এসময় গরমে ক্লান্তি দূর করতে ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার নাগরিকদের মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করার উদ্যোগ নেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ট্রাস্টের প্রতিনিধিরা।

লক্ষ্মীপুরে স্মার্টকার্ড নিতে আসা নাগরিকদের মাঝে শরবত বিতরণ

এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, আবদুস সাত্তার, শাহাদাত হোসেন ছোটন, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ শিমুল প্রমুখ।

প্রসঙ্গত, অধক্ষ এম এ সাত্তার ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

লক্ষ্মীপুরে স্মার্টকার্ড নিতে আসা নাগরিকদের মাঝে শরবত বিতরণ

দেখা হয়েছে: 491
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪