|

লক্ষ্মীপুরে ৮ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিতঃ ১২:০৫ অপরাহ্ন | অক্টোবর ১১, ২০১৮

লক্ষ্মীপুরে ৮ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

সড়ক পরিবহণ আইন ২০১৮’এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিল করার লক্ষে ও ৮ দফা দাবিতে লক্ষ্মীপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে শ্রমিক ও শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ‘ দক্ষিণ তেমুহনী ‘ রামগতি বাসষ্টান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর বাস সমিতির দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আল-মাসুম, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ্‌ আলম, ট্রাক মালিক সমিতির সভাপতি শামছদোহা মিষ্টারসহ প্রমুখ।

শ্রমিকনেতারা বলেন, গত ১৯ সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮ পাশ হয়েছে। এই আইনে শ্রমিক স্বার্থে অনেক ধারা সংযোজিত হলেও এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা সড়ক পরিবহন শ্রমিককের জীবন জীবিকাকে চরমভাবে জটিল করে তুলবে। যা মেনে নেওয়া কোন অবস্থাতেই আমাদের পক্ষে সম্ভব নয়।

লক্ষ্মীপুরে ৮ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

দেখা হয়েছে: 585
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪