|

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ৮:৩৫ অপরাহ্ন | মে ০৯, ২০২৩

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

মোশারফ হোসেন রিয়াদ, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে নুসরাত জাহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯মে) সকাল ১০ টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান ওই গ্রামের নুরুল আমীন আকন্দের নাতনি। পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের কালান্দর গ্রামের মো. বাদল মিয়া ও শামছুন্নাহারের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে – নুসরাত জাহান গত তিন দিন আগে মা শামছুন্নাহারে সাথে নানার বাড়ি বাড়ি ধুরুয়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে নুসরাত জাহান লিচু খেতে গিয়ে হঠাৎ একটি লিচুর বিচি গলায় আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নুসরাত জাহানের নানা নুরুল আমিন আকন্দ বলেন- সকালে বাচ্চাদের সাথে খেলতে যায়। এর মধ্যে লিচু খেতে চেয়েছিল পরে লিচু দিলে একা একা বাকল ফেলে লিচু খেতে শুরু করে। হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। এতে কান্না কাটি শুরু করলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় চন্ডিপাশা ইউনিয়নের ইউপি সদস্য মো. মাহফুজুল বারী তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- শুনেছি সকালে লিচু খেতে গিয়ে বিচি আটকে শিশুটির মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির।

দেখা হয়েছে: 136
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪