|

দীর্ঘ ২২ বছর পর শরীয়তপুরে বিএনপির সমাবেশ

প্রকাশিতঃ ৭:৩৬ অপরাহ্ন | অক্টোবর ০৩, ২০২৩

দীর্ঘ ২২ বছর পর শরীয়তপুরে বিএনপির সমাবেশ

মোঃ মহসিন রেজা, শরীয়তপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ১ দফা দাবি বাস্তবায়নে ফরিদপুর বিভাগীয় বিএনপি’র রোড মার্চ শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে। ৩ রা অক্টোবর মঙ্গলবার শরীয়তপুর ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে বিকেল ৩টার দিকে শুরু হয় রোড মার্চ সমাবেশ।

২২ বছর আগে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিসিক মাঠে সমাবেশ করে গিয়েছিলেন, এর পর বিএনপির আর কোন বড় সমাবেশ শরীয়তপুরে হয়নি। ২২ বছর পর আজ আবার ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সমাবেশ অনুষ্ঠিত হলো।

জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক, ফরিদপুর জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, বিএনপি নেতা জামাল শরীফ হিরু, মাহবুবুর রহমান তালুকদার, সিরাজুল হক মোল্লা, মাহবুব মোর্শেদ টিপু, কৃষকদল নেতা বিএম হারুন অর রশিদ, যুবদল নেতা এজাজুল ইসলাম মামুন খান, নজরুল ইসলাম লিটন মুন্সী, জামাল উদ্দিন বিদ্যুৎ, ছাত্রদল নেতা, ইসহাক সরদার, পারভেজ খানসহ হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে উপস্থিত হন।

এসময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান। তারা আরও বলেন, এই অবৈধ সরকার যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন না দেয়, তাহলে তাদের কঠোর আন্দোলনের মাধ্যমে পতন ঘটিানো হবে বলেও হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 68
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪