|

শরীয়তপুরে রাষ্ট্রীয় অর্থ আত্নসাতের মামলায় ২জনের ৩৬ বছর কারাদন্ড

প্রকাশিতঃ ১১:১৭ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ১২, ২০১৮

মহসিন রেজা , শরীয়তপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে দুদকের মামলায় শরীয়তপুর জেলার ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমাম উদ্দিনকে ২৮ বছর স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ৮৯ লাখ ৯৪ হাজার ২৪ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

১১ সেপ্টেম্বর মঙ্গলবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মতিয়ার রহমান এ আদেশ দেন।

আদালত একই মামলায় পেশকার ইমামকে কাজে সহায়তা করার জন্য ইমাম উদ্দিনের স্ত্রী শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কমলা আক্তারকে (৩৮) কে আট বছর স্বশ্রম কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দেড় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় ইমাম উদ্দিন ও কমলা আক্তার আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাদের দুজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের আইনজীবী মজিবর রহমান বলেন, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ২৬ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের পেশকার হিসেবে দায়িত্ব পালনকালে ইমাম উদ্দিন তার স্ত্রী অফিস সহকারী কমলা আক্তারের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ডবাবদ প্রাপ্ত ৮৯ লাখ ৯৪ হাজার ২৪ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৫ সালের ১৮ জুন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত বাদী হয়ে পালং থানায় সরকারি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারি পরিচালক হাফিজুল ইসলাম অভিযোগটি তদন্ত করে ইমাম উদ্দিন ও কমলা আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

দেখা হয়েছে: 448
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪