|

শরীয়তপুর পৌর শহরে দূর্ধর্ষ ডাকাতি গণ পিটুনিতে নিহত-১

প্রকাশিতঃ ৩:৪২ অপরাহ্ন | নভেম্বর ০৫, ২০১৮

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর পৌর শহরের ১৫/২০ জনের ডাকাত দল ২ ও ৩ নং ওয়ার্ডে একের পর এক ডাকাতি করে যাচ্ছে আতংকিত পৌরসভা বাসিন্দারা নিজেদের দায়িত্বে বসিয়েছে পাহারা। পালং মডেল থানা পুলিশ গ্রেপ্তার করতে পারছেনা কোনো ডাকাত।

এমন সময় শ‌নিবার গ‌ভীর রা‌তে পৌরসভার ৬নং ওয়ার্ডের হুগলী গ্রামের বরুন কুমার সাহা, স্বপন কুমার সাহা ও জসিম ঢালির বাড়িতে ডাকাতির ঘটনা ঘ‌টে। ডাকাতি শেষে ডাকাতরা পা‌লি‌য়ে যাবার সময় শোর চিৎকারে স্থানীয় জনতার হা‌তে ধরা পর‌ে ২ ডাকাত সবুজ (৩৫)ও তুহিন (৩০) উত্তেজিত জনতার গনপিটু‌নি‌তে সবুজ নামের এক ডাকাত নিহত হ‌য়। নিহত ডাকাত সবুজ ও অাহত তু‌হিন এর বাড়ি বরগুনা জেলার লতা বাড়িয়া গ্রা‌মে।

ডাকাতির ঘটনায় বরুন সাহা বাদী হ‌য়ে পালং ম‌ডেল থানায় এক‌টি ডাকাতির মামলা দায়ের করেছেন।

ডাকাতরা প্রায় ১০লাখ টাকার মালামাল সহ স্বর্ণ অলংকার নি‌য়ে যায় ব‌লে অ‌ভি‌যোগ ক্ষ‌তিগ্রস্থ প‌রিবারের। অাটক ডাকাত তু‌হিন‌কে জিজ্ঞাসাবা‌দে গুরুত্বপূর্ণ তথ্য পে‌য়ে‌ছে বলে জা‌নি‌য়ে‌ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পালং ম‌ডেল থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ম‌নিরুজ্জামান। অপর‌দি‌কে ডাকাত সদস্য মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে এক‌টি মামলা করেছে।

এদিকে ডাকাতদের সহযোগিতা করার অভিযোগে ৬নং ওয়ার্ডের আমতলী গ্রামের চান্দু মুন্সী সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

দেখা হয়েছে: 457
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪